কক্সবাজার, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত।
কক্সবাজার। কক্সবাজার ...।। কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। যার আয়তন ১২০ কিলোমিটার। এখানে প্রতি বছর দেশ বিদেশ থেকে আসে অসংখ্য পর্যটক। দেখে যায় জোয়ার ভাটার খেলা। সমুদ্রে গোসল ছাড়াও অনেককেই দেখা যায় বিচ থেকে ঝিনুক কুড়োতে। সারাক্ষণই ক্যামেরার ক্লিক পরতে থাকে। কেউ থাকে ছবি তুলতে ব্যাস্ত অন্যদিকে কেউ সারাক্ষণই ক্যামেরা নিয়ে ব্যাস্ত। পৃথিবীতে অনেক সমুদ্র সৈকত আছে। এর মধ্যে কিছু কিছু সৈকত আছে যা পর্যটকদের জন্য বিপজ্জনক। যেমন হাঙর ছাড়াও আরো অনেক সামুদ্রিক প্রাণীর ভয় থাকে। সামুদ্রিক প্রাণীর আক্রমণ থেকে রক্ষার জন্য অনেক বীচে জাল দিয়ে আটকানো থাকে। কক্সবাজার এসব দিক থেকে নিরাপদ। অনেক সময় সমুদ্র থাকে উত্তাল তাই সেখানে আছে অসংখ্য গার্ড যারা সবসময়ই সতর্ক সিগন্যাল দেয়ার জন্য প্রস্তুত থাকে। তাই সমুদ্রে নামার পূর্বে অবশ্যই জেনে নেবেন পরিস্থিতি। যেভাবে আসবেন কক্সবাজার ঢাকা থেকে কক্সবাজারের সড়কপথের দুরত্ত ৩৮৬ কিলোমিটার। ঢাকা থেকে কক্সবাজার আপনি সরাসরি বাসে আসতে পারেন। ঢাকা টু কক্সবাজার এর আছে বিভিন্ন ক্লাস এর বাস। এর ম...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন