সিলেট, শাহজালাল ও শাহপরানের পুণ্যভূমি।


সিলেট ...।।

ঢাকা থেকে সড়কপথে সিলেটের দূরত্ত ৩৪৬ কিলোমিটার। সিলেটকে বলা হয় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি। প্রকৃতি তার সুনিপুণ হাতে সাজিয়েছেন সিলেটকে। বাংলাদেশের পর্যটন নগরীও বলা হয় সিলেটকে। বিশ্বখ্যাত পর্যটক ইবনে বতুতা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের চরণধূলিও পড়েছে এই নগরীতে। রবীন্দ্রনাথ সিলেটের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এ জনপদের নাম দিয়েছেন স্রিভুমি। এছাড়া হাসন রাজা, শাহ আব্দুল করীমও সিলেটের কৃতিসন্তান। যারা সিলেটের আলো বাতাসে বড় হয়ে মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন তাদের সৃষ্টি। সিলেটের পথে প্রান্তরে বিরাজ করছে প্রাচীন ঐতিহ্য। শ্রী চৈতন্য দেবের বাড়ি এবং জৈন্তপুরের প্রাচীন রাজবাড়ি পরে আছে এখনও। জৈন্তারাজার কাহিনী এ অঞ্চলের মানুষের মুখে শোনা যায় গুরুত্তপূর্ণ ভাবে। এছাড়া সিলেটকে বলা হয় পুণ্যভূমি। হযরত শাহজালাল(রঃ) ও হযরত শাহপরান (রঃ) শায়িত আছেন সিলেটের ভুমিতে। যাদের মাজার জিয়ারত করতে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন দেশ-বিদেশের অগণিত ভক্ত।

যেভাবে আসবেন সিলেট

ঢাকা থেকে সিলেট আপনি সরাসরি বাসে আসতে পারেন। ঢাকা টু সিলেট এর আছে বিভিন্ন ক্লাস এর বাস। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু বাস হল যেমনঃ হানিফ, সোহাগ, শ্যামলী, টি আর ট্রাভেলস, গ্রিন লাইন, বাগদাদ এক্সপ্রেস ইত্যাদি। আপনি আপনার পছন্দমত এসি, নন এসি বাস নির্বাচন করে শুরু করতে পারেন আপনার যাত্রা। আপনি চাইলে রেল এর ভ্রমণকেও যোগ করতে পারেন আপনার সিলেট ভ্রমণে। আবার আপনি চাইলে আপনার সময় বাচিয়ে টাকার খরচ বাড়িয়ে একটু বেশি আরাম আয়েশ নিয়ে আকাশপথেও আসতে পারেন সিলেট।

যেখানে থাকবেন

সিলেটে আছে বিভিন্ন মানের হোটেল, মোটেল ও কটেজ। আপনার পছন্দ মত যেখানে ইচ্ছা সেখানেই থাকতে পারেন।

সিলেটের দর্শনীয় স্থানসমূহ...।।

জাফলং, মাধবকুণ্ড জলপ্রপাত, হাম হাম জলপ্রপাত লালাখাল, ভোলাগঞ্জ, তামাবিল, হাকালুকি হাওর, ক্বীন ব্রিজ, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের বাড়ি, হাছনরাজার মিউজিয়াম, মালনীছড়া চা-বাগান, এমএজি ওসমানী বিমানবন্দর, পর্যটন মোটেল, জাকারিয়া সিটি, রাবার বাগান, কমলা বাগান, ড্রিমল্যান্ড পার্ক, আলী আমজাদের ঘড়ি, জিতু মিয়ার বাড়ি, মণিপুরী রাজবাড়ি, মণিপুরী মিউজিয়াম, শাহী ঈদগাহ, ওসমানী শিশুপার্ক, হজরত শাহজালাল (রহ.) ও শাহ পরানের (রহ.) মাজার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজার, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত।

রাঙামাটি, শূভলং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ, কাপ্তাই লেক।

বান্দরবান, অপরুপ সৌন্দর্যের লীলাভূমি।