রাঙামাটি, শূভলং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ, কাপ্তাই লেক।


রাঙামাটি...।।

রাঙামাটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা। এখানে বাস করে চাকমা, মারমা সহ অসংখ্য উপজাতি। সম্পূর্ণ রাঙামাটির বুক জুড়েই কাপ্তাই লেক আর পাহাড়। কাপ্তাই লেক দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় লেক। যার আয়তন ৭২৫ বর্গ কিলোমিটার। এছাড়া পর্বতের দিক থেকেও রাঙামাটি বাংলাদেশের সবচেয়ে বড় পার্বত্য জেলা। এ জেলার মধ্যে আরেকটি ব্যাপার হচ্ছে আপনি বাংলাদেশের সব জেলায় রিক্সায় ঘুরতে পারলেও এখানে পাবেন না কোন রিক্সার দেখা। কারন সম্পূর্ণ রাঙ্গামাটি জুড়েই পাহাড়ের উচু নিচু ঢালু। চারদিকে শুধু পাহাড় আর সবুজ গাছ-গাছালী। যা আপনার মনকে পাহাড়ের মত বিশাল আর সবুজ গাছ-গাছালীর মত সতেজ করে তুলতে পারে। আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত এর জন্য ব্যাবহার করতে হবে নিজস্ব গাড়ি অথবা আপনি চাইলে সি, এন, জি বা জিপ গাড়িও ব্যাবহার করতে পারেন। কিন্তু গাড়ি দিয়ে আপনি সব জায়গায় জাতায়াত করতে পারবেন না এর জন্য আপনাকে ব্যাবহার করতে হবে স্পিড বোট অথবা ইঞ্জিন চালিত নৌকা বা ট্রলার। কাপ্তাইএর বুকের উপর দিয়ে আপনাকে যেতে হবে এক জায়গা থেকে অন্য জায়গায়। এতে অবশ্য আছে অন্য রকম এক অনুভূতি। আপনি চাইলে এ জেলায় থাকতে পারেন যত দিন ইচ্ছা। এখানে আছে সব ধরনের হোটেল।

 

যেভাবে আসবেন রাঙামাটি

ঢাকা থেকে রাঙ্গামাটির সড়কপথের দুরত্ত ৩৪০ কিলোমিটার। ঢাকা থেকে রাঙামাটি আপনি সরাসরি বাসে আসতে পারেন। ঢাকা টু রাঙ্গামাটির আছে বিভিন্ন ক্লাস এর বাস। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু বাস হল যেমনঃ হানিফ, সোহাগ, শ্যামলী, টি আর ট্রাভেলস, গ্রিন লাইন, বাগদাদ এক্সপ্রেস ইত্যাদি। আপনি আপনার পছন্দমত এসি, নন এসি বাস নির্বাচন করে শুরু করতে পারেন আপনার যাত্রা।আপনি চাইলে রেল এর ভ্রমণকেও যোগ করতে পারেন আপনার রাঙামাটির ভ্রমণে। সেক্ষেত্রে আপনাকে ট্রেনে আসতে হবে চট্টগ্রাম পর্যন্ত কারন ঢাকা টু রাঙামাটির সরাসরি কোন ট্রেন যোগাযোগ নেই। চট্টগ্রাম এসে আপনি বাসে চলে আসতে পারেন রাঙামাটি। চট্টগ্রামেও আছে রাঙামাটির পর্যাপ্ত বাস। আবার আপনি চাইলে আপনার সময় বাচিয়ে টাকার খরচ বাড়িয়ে একটু বেশি আরাম আয়েশ নিয়ে আকাশপথেও আসতে পারেন। কিন্তু এক্ষেত্রেও আছে সীমাবদ্ধতা আপনি সরাসরি আকাশপথেও আসতে পারবেন না রাঙ্গামাটি। ট্রেন এর মত আপনাকে নামতে হবে চট্টগ্রাম। কেননা রাঙ্গামাটিতে নেই কোন বিমানবন্দর। চট্টগ্রামে বিমানে এসে আপনাকে বাসে করে যেতে হবে রাঙামাটি।
শুভলং ঝর্না। 

রাঙামাটি স্পট...।।

রাঙামাটির মধ্যে যে সকল স্পট আপনি ঘুরে আসতে পারেন এর মধ্যে উল্লেখযোগ্য হলঃ

  • কাপ্তাই লেক
  • ঝুলন্ত ব্রিজ
  • রাজার বাড়ি
  • বৌদ্ধ মন্দির
  • শুভলং ঝর্না
  • পেদার টিং টিং
  • চাংপাই রেস্টুরেন্ট
  • টুক টুক পাহাড়

এ সকল দর্শনীয় স্থান সমূহের মধ্যে কিছু কিছু আপনি গাড়ি দিয়েও ঘুড়ে আসতে পারেন আর বাকি সবগুলোতে ঘুড়তে গেলে আপনাকে লেক এর উপর দিয়ে যেতে হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজার, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত।

বান্দরবান, অপরুপ সৌন্দর্যের লীলাভূমি।