কক্সবাজার, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত।
![]() |
কক্সবাজার। |
কক্সবাজার ...।।
যেভাবে আসবেন কক্সবাজার
ঢাকা থেকে কক্সবাজারের সড়কপথের দুরত্ত ৩৮৬ কিলোমিটার। ঢাকা থেকে কক্সবাজার আপনি সরাসরি বাসে আসতে পারেন। ঢাকা টু কক্সবাজার এর আছে বিভিন্ন ক্লাস এর বাস। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু বাস হল যেমনঃ হানিফ, সোহাগ, শ্যামলী, টি আর ট্রাভেলস, গ্রিন লাইন, বাগদাদ এক্সপ্রেস ইত্যাদি। আপনি আপনার পছন্দমত এসি, নন এসি বাস নির্বাচন করে শুরু করতে পারেন আপনার যাত্রা।আপনি চাইলে রেল এর ভ্রমণকেও যোগ করতে পারেন আপনার সৈকত ভ্রমণে। সেক্ষেত্রে আপনাকে ট্রেনে আসতে হবে চট্টগ্রাম পর্যন্ত কারন ঢাকা টু কক্সবাজারের সরাসরি কোন ট্রেন যোগাযোগ নেই। চট্টগ্রাম এসে আপনি বাসে চলে আসতে পারেন কক্সবাজার। চট্টগ্রামেও আছে কক্সবাজার আসার পর্যাপ্ত বাস। আবার আপনি চাইলে আপনার সময় বাচিয়ে টাকার খরচ বাড়িয়ে একটু বেশি আরাম আয়েশ নিয়ে আকাশপথেও আসতে পারেন কক্সবাজার। তবে ভয় পাওয়ার কিছু নেই এক্ষেত্রে আপনার ভিসা পাসপোর্ট লাগবে না। নিজের দেশে ঘুরবেন পূর্ণ স্বাধীনতা নিয়ে।কক্সবাজারের দর্শনীয় স্থানসমূহ...।।
কক্সবাজারের মধ্যে যে সকল স্পট আপনি ঘুরে আসতে পারেন এর মধ্যে উল্লেখযোগ্য হলঃহিমছড়িঃ
হিমছড়ির দিকে আসতেও আপনার কাছে ভাল লাগবে কারন এক পাশে পাহাড় আর অপর পাশে সৈকত। মনে হবে যেন এই পথ যেন শেষ না হয়। হিমছড়িতে গিয়ে আপনাকে টিকেট কাটতে হবে। হিমছড়িতে আছে ঝর্না আর অনেক উঁচু উঁচু পাহাড়। পাহাড়ের উপর থেকে আপনি দেখতে পাবেন সমুদ্র সৈকত যা দেখতে আপনার কাছে লাগবে অন্যরকম ভাল। ইনানি বীচঃ
ইনানি বীচে যেতে হলে আপনাকে হিমছড়ি দিয়েই যেতে হবে যা কলাতলি বীচ থেকে সোজা হিমছড়ির রাস্তা অতিক্রম করে গেছে। কলাতলি বীচে পাঁথরের দেখা না মিললেও ইনানি বীচে আপনি দেখতে পারবেন সমুদ্রের পানিতে পাঁথরের নিয়মিত গোসল। পাঁথরের উপর দাড়িয়ে পা ভিজাতে পারেন। বার্মিজ মার্কেটঃ
কলাতলি বীচ থেকে মাত্র ৩০ মিনিটের রাস্তা বার্মিজ মার্কেট। বার্মিজ মার্কেটে আপনি যত সেলসম্যান দেখবেন এর সবাই উপজাতি সুন্দর সুন্দর মেয়ে। কারো কারো মুখে দেখবেন চন্দন লাগানো। বার্মিজ মার্কেট থেকে আপনি ক্রয় করতে পারেন বার্মিজ আচার, মায়ানমারের সাবান, চন্দন, জুতা, ব্যাগ সহ অনেক কিছু।
মহেশ খালিঃ
মহেশ খালি যেতে হলে আপনাকে মোটামুটি এক দিন হাতে নিয়েই যেতে হবে। কলাতলি বীচ থেকে প্রথমে সি, এন, জি অথবা অটোতে করে যেতে হবে লঞ্চঘাঁট। সেখান থেকে ট্রলার অথবা স্পিডবোটে করে যেতে হবে। মহেশ খালিতে আছে বৌদ্ধমন্দির, পাহাড় আর অনেক অনেক উপজাতি। To know more about Beautiful Bangladesh Click Here
![]() |
কক্সবাজার সমুদ্র। |
![]() |
কক্সবাজার সমুদ্র সৈকত |
![]() |
কক্সবাজার বিচ। |
![]() |
সূর্যাস্ত কক্সবাজার। |






মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন