সিলেট, শাহজালাল ও শাহপরানের পুণ্যভূমি।
সিলেট ...।। ঢাকা থেকে সড়কপথে সিলেটের দূরত্ত ৩৪৬ কিলোমিটার। সিলেটকে বলা হয় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি। প্রকৃতি তার সুনিপুণ হাতে সাজিয়েছেন সিলেটকে। বাংলাদেশের পর্যটন নগরীও বলা হয় সিলেটকে। বিশ্বখ্যাত পর্যটক ইবনে বতুতা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের চরণধূলিও পড়েছে এই নগরীতে। রবীন্দ্রনাথ সিলেটের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এ জনপদের নাম দিয়েছেন স্রিভুমি। এছাড়া হাসন রাজা, শাহ আব্দুল করীমও সিলেটের কৃতিসন্তান। যারা সিলেটের আলো বাতাসে বড় হয়ে মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন তাদের সৃষ্টি। সিলেটের পথে প্রান্তরে বিরাজ করছে প্রাচীন ঐতিহ্য। শ্রী চৈতন্য দেবের বাড়ি এবং জৈন্তপুরের প্রাচীন রাজবাড়ি পরে আছে এখনও। জৈন্তারাজার কাহিনী এ অঞ্চলের মানুষের মুখে শোনা যায় গুরুত্তপূর্ণ ভাবে। এছাড়া সিলেটকে বলা হয় পুণ্যভূমি। হযরত শাহজালাল(রঃ) ও হযরত শাহপরান (রঃ) শায়িত আছেন সিলেটের ভুমিতে। যাদের মাজার জিয়ারত করতে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন দেশ-বিদেশের অগণিত ভক্ত। যেভাবে আসবেন সিলেট ঢাকা থেকে সিলেট আপনি সরাসরি বাসে আসতে পারেন। ঢাকা টু সিলেট এর আছে বিভিন্ন ক্লাস এর বাস। এর...